সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফাামারীর সৈয়দপুরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নীলফামারী জেলা প্রতিনিধি ও জেলার সিনিয়র সাংবাদিক নূরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) সৈয়দপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী মশিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ সারওয়ার মানিক।
ক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রেস ক্লাবের সহ-সভাপতি নজির হোসেন নজু, নজরুল ইসলাম, কাজী জাহিদ, এম. ওমর ফারুক, গোপাল চন্দ্র রায়, আনোয়ার হোসেন প্রাং, মেহেরুন্নিসা, মিজানুর রহমার মিলন, জসিম উদ্দিন, আমিরুল হক আরমান, সাদেকুল ইসলাম সাদেক প্রমূখ।
ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় সভায় বক্তারা সাংবাদিক নূরুল ইসলামের কর্মকম জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে সভার শুরুতেই সাংবাদিক প্রয়াত নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
প্রসঙ্গত, নীলফামারীর সিনিয়র সাংবাদিক ও বিটিভির জেলা প্রতিনিধি নূরুল ইসলাম গত ২৮ মে মারা যান।