নড়াইলে কুপিয়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই: আটক ১

0
962

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে মহিলাকে কুপিয়ে গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ঐ মহিলাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। রাত ১১টার দিকে শেখ রাসেল সেতুর পূর্ব প্রান্তে সীমাখালী এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও ভূক্তভোগী জানায়, পৌরসভার ইপিআই টিকাদান কর্মী সানজিদা রহমান আদরি রাতে গৃহস্থালী কাজে ঘরের বাইরে বের হলে হামলার শিকার হন। পূর্ব থেকে ওৎপেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়ে কুপিয়ে যখম করে গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় আদরির আর্তচিৎকারে স্বজন ও প্রতিবেশিরা গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযানে নেমে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here