পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পানি কমিটির ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কাজী তোকাররম হোসেন টুকু, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, মোস্তফা কামরুজ্জামান, প্রভাষক রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এসনেয়ারা খানম, নাজমা কামাল, স্নেহেন্দু বিকাশ, সুকৃতি মোহন সরকার, রবীন্দ্রনাথ কর্মকার, ঝর্ণা রানী মন্ডল, বিবেকনন্দ ধর, কৃষ্ণ রায়, পূর্ণচন্দ্র মন্ডল ও উত্তরণের দীলিপ কুমার। সভায় শিব্সা নদী দ্রুত খনন ও টিআরএম পদ্ধতি বাস্তবায়ন, পাইকগাছা পৌরসভার সকল সরকারি খাল ও খাস জমি উদ্ধার, শহর রক্ষা বাঁধ নির্মাণ এবং পৌর অভ্যন্তরে লবণ পানি উত্তোলন বন্ধ ও উপজেলার সকল সরকারি খাল ও খাস জমি উদ্ধার এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানানো হয়। দাবী বাস্তবায়নে পরবর্তীতে মানববন্ধন কর্মসূচি পালন করারও সিদ্ধান্ত হয় সভায়।