ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনটি বিভাগের নাম পরিবর্তন হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ১১১ তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিন্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আইন ও মুসলিম বিধান আইন বিভাগ, আল ফিকহ্ থেকে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল ই- তে পরিবর্তিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘তিনটি বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এটি ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ (অনার্স) এবং ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ (মাস্টার্স) থেকে কার্যকর হবে। আগামী সিন্ডিকেট সভায় এসব বিষয় চুড়ান্ত করা হবে।’