নড়াইলে অনলাইনে প্রতারণার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

0
356

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে মামুন মোল্যা (২০) নামে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মামুন মোল্যা নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।মঙ্গলবার (১ জুন) বিকেলে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে ভূয়া পেজ খুলে অনলাইনে পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে গ্রাহকের সাথে প্রতারণা করে আসছিল অনলাইন প্রতারক মামুন মোল্যা নামে এক যুবক। প্রতারক মামুন ফেসবুকে রংধনু শাড়ি প্যালেস নামের ঐ ফেসবুক পেজ থেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদেও কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়াইলের কালিয়া থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহরুল ইসলাম অভিযান চালিয়ে নড়াইলের কালিয়ায় উপজেলার পাটেশ্বরী গ্রাম থেকে প্রতারক মামুনকে গ্রেপ্তার করে উক্ত জরিমানা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here