পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-পাইকগাছা প্রধান সড়কে যাত্রীবাহী বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ভিতরে ঢুকে পড়েছে। গাড়িতে থাকা ১২ জন সহ দোকান মালিকের মা ও ছেলে আহত হয়েছেন। তারা পাইকগাছা হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে।
বাস মালিক সমিতির প্রধান স্টাটার নিরাপদ অধিকারী জানান, মঙ্গলবার রাত ১২ টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্রো- চ- ৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী চুক্তিতে গাড়িটি বরিশাল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার মোড়ে পৌছালে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে তন্ময় সুইট নামে দোকানে ঢুকে যায়। এ সময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্য ১২ জন ও দোকান মালিকের মা ছেলে আহত হয়। এ সময় ড্রাইভার ও কন্ট্রাক্টার পালিয়ে যায়। পুলিশ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। খুলনা জেলা বাস মালিক সমিতির পাইকগাছা লাইন সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, আমরা গিয়ে দেখেছি, ক্ষতি পুরণ দিয়ে বিষয় সমঝোতার চেষ্টা করছি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, আমি ঘটনাস্থলে যেয়ে গড়িটি জব্দ করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় মামলা হয়েছে।