সৈয়দপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

0
335

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব – ১৭) শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ওই ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করেছে। গতকাল সোমবার (৩১ মে) বিকেলে ওই ফুটবল টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ।
এ সময় সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, টূর্ণামেন্ট পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মো. জোবায়দুর রহান শাহীন, সদস্য সচিব উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সদস্য বদিউজ্জামান বদিয়ার, মো. আহসান উদ্দিন বাদল, অধ্যক্ষ মো. শাহাবাত আলী সাব্বু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুস্ সালাম,পরিবহন শ্রমিক নেতা মো. মমতাজ আলীসহ পৌরসভার সকল কাউন্সিলর এবং ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় সৈয়দপুর পৌরসভা দল বনাম উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন দল পরস্পরের মুখোমুখি হয়। এতে সৈয়দপুর পৌরসভা দল ৪ -১ গোলে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন দলকে পরাজিত করেছে।
গতকাল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলাটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল আলম। আর সহকারি রেফারি ছিলেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস্ সালাম মন্ডল এবং সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. গোলাম মোস্তফা এবং আল-ফারুক একাডেমির সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুল মোত্তালেব।
এ টূর্ণামেন্টে সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন দল এবং সৈয়দপুর পৌরসভা দলসহ ছয়টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ জুন টূর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১ জুন) টূর্ণামেন্টের দ্বিতীয় খেলায় উপজেলার কামারপুকুর দল ও বোতলাগাড়ী ইউনিয়ন দল অংশ নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here