খিলক্ষেতে ফ্লাইওভারের নিচে কোমর পানি, যান চলাচলে ধীরগতি

0
483

খবর৭১ঃ মুষলধারে বৃষ্টিতে রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দর সড়কে ফ্লাইওভারের নিচে পানি জমে যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টা টানা বৃষ্টি হয়। এতে বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের নিচের বিমানবন্দর সড়ক পানিতে ডুবে যায়। ফলে প্রগতি সরণি হয়ে ফ্লাইওভার দিয়ে যেসব যানবাহন এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সেগুলো চলতে বাধাগ্রস্ত হয়। গাড়িগুলো চলছে ধীরগতিতে। এতে খিলক্ষেত থেকে মালিবাগ পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

অন্যদিকে মহাখালী থেকে এয়ারপোর্ট যাওয়ার সড়কেও দীর্ঘ যানজট দেখা গেছে।

ট্রাফিক বাড্ডা জোনের এসি সুবির রঞ্জন দাস এ বিষয়ে বলেন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় বিশ্বরোড ও তিনশ ফুট এলাকা পানিতে ডুবে যায়। বিমানবন্দর সড়কে খিলক্ষেত ফ্লাইওভারের নিচেও কোমর পানি জমে। পানি সরানোর ব্যবস্থা না থাকায় দুই রুটেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পানি কমে গেলে যানজট স্বাভাবিক হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here