পাইকগাছায় ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার

0
359

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ঘুর্ণিঝড় ইয়াসের প্রবল জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। হাতে হাত রেখে এলাকাবাসী এ কাজে অংশগ্রহণ করেন।
উপজেলার হরিখালী মৌজায় শিবসা নদীর তীরে ওয়াপদার বাঁধ প্রবল জোয়ারের পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ বাঁধ দিয়ে পানি ভিতরে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ক্ষতি হয় চিংড়ি ঘের। এ ক্ষতিগ্রস্থ এলাকা মেরামতের জন্য খুলনা-৬ সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় গতকাল সকালে মেরামতের কাজ শুরু হয়। চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক ও আওয়ামীলীগনেতা আব্দুল মান্নান গাজী পৃথকভাবে বিপুল সংখ্যক লোক হাতে-হাত রেখে বাঁধের কাজ শুরু করে। এদিকে পার্শ্ববর্তী ইউনিয়ন লস্কর চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনও বাঁধের কাজে অংশগ্রহণ করেন। দুপুরের জোয়ার আসার আগেই বাঁধের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অফিসার ইনচার্জ এজাজ শফী ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ফরিদ উদ্দীন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here