ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার র্যাব-৬ ৮৯ পিস ইয়াবাসাহ তাকে আটক করেছে। ওই কর্মচারীর নাম বকুল জোয়ার্দ্দার। বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহ শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
গ্রেফতার হওয়া বকুল জোয়ার্দ্দার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) অফিসের কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগেও তিনি মাদকসহ বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছেন।
জানা গেছে, মাদক অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ মে) বিকেলে শেখপাড়া এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র্যাব-৬। পরে শেখপাড়া বাজার থেকে ইবি কর্মচারী বকুল জোয়ার্দ্দার ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে গ্রেফতার করে র্যাব। এ সময় অভিযান চালিয়ে তাদের কাছে ৮৯ পিস ইয়াবা পায় র্যাবের টিম।
শৈলকূপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, র্যাব-৬ মামলা দিয়ে তাকে শৈলকূপা থানায় সোপর্দ করে। এরপর মঙ্গলবার (২৫ মে) তাকে ঝিনাইদহ আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এ ব্যাপারে অবগত নই। গ্রেফতার হলে আমরা এ বিষয়ে খোঁজ নেব। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।