খবর ৭১: বাহরাইনে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে আবারও বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। রমজানের পর ঈদের দিন থেকে সিনেমা হল, সেলুন, ইনডোর জিম, ইনডোর স্পোর্টস সেন্টার, সুইমিং পুল ও বিচসহ বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়। এরপর গত ২৪ মে দুই হাজার আটশ করোনা রোগী শনাক্ত হয় এবং মারা যান ২৮ জন। মঙ্গলবার (২৫ মে) ২ হাজার সাতশ ৬৬ জনের করোনা শনাক্ত এবং ১৮ জনের মৃত্যু হয়।
নতুন করে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে বাহারাইনে আবারো বিধি নিষেধ আরোপ করা হয়েছে। দেশটির করোনা প্রতিরোধে নিয়োজিত জাতীয় টাস্কফোর্স বিডিএফে হাসপাতালে একটি সংবাদ সম্মেলনে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে আগামী ১০ জুন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
এ সময় যা যা বন্ধ থাকবে:
বেসরকারি জিম, সুইমিংপুল, সমুদ্র সৈকত এবং বিনোদন অঞ্চল গুলি বন্ধ থাকবে।
ক্রীয়া ইভেন্টে দর্শক উপস্থিতি স্থগিত থাকবে।
বাড়ির জমায়েত ও অনুষ্ঠান এবং যেকোন সম্মেলন অনুষ্ঠান নিষিদ্ধ।
স্কুল বন্ধ থাকবে, বাড়ি থেকে পড়াশোনা চলবে।
শপিং মল এবং খুচরা দোকান বন্ধ থাকবে।
রেস্তোরাঁ , ক্যাফে, পরিষেবা কেবল হোম ডেলিভারি মধ্যে সীমাবদ্ধ থাকবে।
সেলুন হেয়ার ড্রেসার এবং স্পা বন্ধ থাকবে।
সকল ধরনের সিনেমা হল বন্ধ থাকবে।
এই সময় যা যা খোলা থাকবে:
সকল সুপার মার্কেট,বেকারি খোলা থাকবে।
ফলমূল ও শাকসবজির দোকান এবং টাটকা মাছ ও কসাইখানা খোলা থাকবে।
পেট্রোল পাম্প এবং প্রাকৃতিক গ্যাস স্টেশন খোলা থাকবে।
৩০% সক্ষমতা সরকারি মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে , বাসা থেকে অফিস করবেন ৭০ শতাংশ সরকারি চাকরিজীবী।
বেসরকারি হাসপাতাল ফার্মেসি খোলা থাকবে।
টেলিযোগাযোগ সেবার দোকান খোলা থাকবে।
ব্যাংক,এটিএম বুথ ও মানি এক্সচেঞ্জ সরকারি সংস্থা অফিস এবং আমদানি-রপ্তানি এবং বিতরণ ব্যবসা চালু থাকবে।
নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং সব কারখানা খোলা থাকবে।
বাহরাইনের প্রায় অর্ধেক মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। তবে এরপরও দেশটিতে গত ১৭ মে থেকে হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে।