সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের মায়ের পরলোকগন

0
274

সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক মৃনাল কান্তি রায়, নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী তুষার কান্তি রায় ও খানসামা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক সুজিত কুমার রায়ের (ধীমান) মা ব্রজ বালা রায় (৯৫) পরলোগমন করেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় বার্ধক্য জনিত কারণে সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের কুন্দল এলাকায় বড় ছেলে মৃনাল কান্তি রায়ের বাসভবনে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, রেখে যান তিনি। আজ বুধবার বেলা ২টায় তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি কেন্দ্রীয় শ্মশানে তাঁকে দাহ্ করা হয়েছে। তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তাঁর মৃত্যুতে সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস.এম. ওবায়দুর রহমান, নীলফামারী বার সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল ফারুক মো. আব্দুল লতিফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) যোগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুবোধ চন্দ্র দাস, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রতাপ সরকার বিজয়, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, স্বর্গীয় ব্রজ বালা রায় ছিলেন, নীলফামারী জজ কোর্টের আইনজীবী হিল্লোল রায়ের ঠাকুর মা ও এ্যাডভোকেট জয়শ্রী দেব’র দিদি শ্বাশুড়ী এবং উন্নয়ন কর্মী প্রতাপ সরকার বিজয়ের পিসি মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here