খবর ৭১: করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় বাহরাইনে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শপিংমল, রেস্তোঁরা ও কফি শপ। আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে বাহরাইনের রাষ্ট্রীয় টিভি। তাছাড়া বিউটি পার্লার, স্পা এবং সেলুনের দোকানগুলিও বন্ধ থাকবে এই সময়ে। মহামারী মোকাবেলার জন্য জাতীয় কমিটির বরাত দিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কোনও অনুষ্ঠান বা সম্মেলন ও করা যাবে না।
তারই পাশাপাশি ইনডোর জিম, সুইমিং পুল, ইনডোর স্পোর্টস সেন্টার , বীচ এবং বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ থাকবে। তবে রেস্টুরেন্ট বা ক্যাফের ক্ষেত্রে শুধুমাত্র পার্সেল অথবা হোম ডেলিভারী দেয়া যাবে এবং অন্যান্য পন্য সামগ্রীর ক্ষেত্রেও হোম ডেলিভারী দেয়া যাবে।
হাইপার মার্কেটস, সুপারমার্কেট, কোল্ড স্টোর, সবজির শপ, ফিশ শপ, বেকারি, গ্যাস স্টেশন, বেসরকারী হাসপাতাল এবং এটিএম বুথ খোলা থাকবে।
সূত্র: আরব নিউজ