ঘূর্ণিঝড় ইয়াস: কক্সবাজার থেকে ১০ লাখ মানুষকে সরিয়ে আনার প্রস্তুতি

0
309

খবর৭১ঃ;কক্সবাজার উপকূলে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘ইয়াস’ আঘাত হানার তেমন কোনো আশঙ্কা না থাকলেও মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার উপকূলের ১০ লাখ মানুষকে সরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার ও স্বেচ্ছাসেবক।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৫৫৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন শেল্টারসহ এক হাজারের মতো শিক্ষাপ্রতিষ্ঠান এবং বহুতল ভবন। পাশাপাশি সিপিপিসহ ৮ হাজারের মতো স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার উপকূলের ১০ লাখ মানুষকে সরিয়ে আনার প্রস্তুতি নেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে, বৈরী পরিবেশে সমুদ্র সৈকতও ফাঁকা, উত্তাল সৈকতে ওড়ানো হচ্ছে লাল নিশান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here