সাভারে তালাবদ্ধ ঘরে যুবকের হাত-পা বাঁধা লাশ

0
315
লাশ

খবর৭১ঃ সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত পরিচয়ে (২৩) এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকার শামসুননহারের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক শামসুননহার বলেন, পুলিশের সোর্স পরিচয়ে গত বুধবার আমার বাসা ভাড়া নেন এক যুবক। সেদিনই ভাড়াটিয়া ফরম পূরণ করে তাকে জমা দিতে বলা হয়। তবে আগামী ১ জুন স্ত্রীসহ বাসায় উঠে ভাড়াটিয়া ফরম দিতে চান তিনি। তিনি সেদিন থেকেই বাসায় থাকতে শুরু করেন।

পর দিন বন্ধু পরিচয়ে আরও চার যুবক ওই বাসায় আসেন। তারাও তার সঙ্গেই কক্ষে ছিলেন।

এর পর শনিবার ভোরে তারা দরজায় তালা দিয়ে কাউকে কিছু না বলেই চলে যান। রোববার রাতে গন্ধ ছড়ালে জানালা দিয়ে ওই ঘরের ভেতর মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার এসআই হাসিব জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ওই যুবকের হাত-পা বাঁধা ছিল। গলাতেও রশি পেঁচানো ছিল। এ ছাড়া মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here