রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

0
417

রাব্বুল ইসলাম ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ, সমাবেশ ও মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সংবাদিকরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জেলা প্রেসক্লাবের ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সাংবাদিকরা প্রেরণা একাত্তর চত্বরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে শহীদ মিনার চত্ত্বরে মানব বন্ধন কর্মসুচী পালন করে।

ঝিনাইদহ জেলা প্রেসসক্লাব সভাপতি মিজানুর রহমানের সভাপত্বিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম,এ,কবীর, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দীন আজাদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু, নির্বাহী সদস্য আজিজুর রহমান সালাম, সাংগঠনিক সম্পাদকআহমেদ নাসিম আনসারী, সময় টিভির লোটাস রহমান সোহাগ, ও চ্যানেল টোয়েন্টি ফোরের সাদ্দাম হোসেন। কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল,
হরিণাকুন্ডু প্রেসক্লাবের মাহবুব মুরশেদ শাহীন,কোটচাঁদপুর প্রেসক্লাবের আবুল কালাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক রাজিবুল ইসলাম, কর্মসুচী সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ সেলিম।
এসময় বক্তারা, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলা প্রতিবাদ জানান। পরে সেখান থেকে আবার বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here