খবর ৭১: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের নাগরিকদের জন্য বাহরাইনে প্রবেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই সকল দেশ থেকে বাহরাইনে প্রবেশ করলে অবশ্যয় তাদের ১০ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। যাদের বাহরাইনে নিজস্ব ফ্লাট অথবা আত্মী-স্বাজনের ফ্লাট আছে তারা বিমান বন্দরে এর চুক্তি পত্র দেখিয়ে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যথায় বাহরাইনে আসার ক্ষেত্রে তাদের ১০ দিনের হোটেল বুকিং দেখাতে হবে। আগামীকাল রোববার(২৩মে) থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে বাহরাইন নিউজ এজেন্সি গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
বাহরাইনে আজ শনিবার একদিনে সর্বোচ্চ ২৮৫৮ জন করোনা রোগি শনাক্ত হওয়ার পরই Nationality, Passports and Residence Affairs অধিদপ্তর থেকে এই বিধি নিষেধ আরোপ করা হয়। বাহরাইনে এই পর্যন্ত ২১২১১৫ জন করোনা রোগি শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৯১৫১২ জন। এখন পর্যন্ত ৭৯৪ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।