ঝিনাইদহ সম্রাট হত্যা ২০ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মূল আসামি, বাড়িঘর ভাঙচুর

0
270

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ চুটলিয়া গ্রামের ছমির বিশ্বাসের ছেলে সম্রাট হোসেনের হত্যাকাণ্ড মামলার মূল আসামী ২০দিনেও গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। গত ১ মে রাতে চুটলিয়া গ্রামের বাড়ির পাশে সবুজ সহ কয়েকজন মিলে গলায় ধারালো অস্ত্রের আঘাতে সম্রাটকে হত্যা করে বলে পুলিশ প্রাথমিকভাবে জানায় ‌।

এদিকে আসামিদের বাড়ি দোকানপাট গরু ধান লুট করে নিয়ে গেছে গ্রামের তৃতীয় পক্ষের লোকজন। মামলার আসামী ফিলিম বিশ্বাসের স্ত্রী জানান গত বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে গ্রামের পানু, ঝন্টু ,জামির সহ ২০-২২ জন লোক মিলে সেলিম বিশ্বাসের ছেলে আসার দোকান ,সেলিম বিশ্বাসের বাড়ি, মামলার মূল আসামি সবুজের বাড়িঘর ভাঙচুর করে ঘরের মালামাল গোলাভরা ধান ,লুট করে নিয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় চুরুলিয়া গ্রামের সেলিম বিশ্বাস এবং গোপালেরদুইটি পাকা বাড়ি গুঁড়িয়ে দিয়েছে লুটকারীরা। মামলার ২০দিন অতিবাহিত হলেও ৭ আসামির মধ্যে মাত্র দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ‌।হত্যার মূল আসামি সবুজসহ পাঁচজন এখনো পলাতক রয়েছে।

সুরাট‌ ইউপি সদস্য জানান ,লুটপাট ও ভাঙচুর এর কথা আমি শুনেছি আমরা সম্রাটের পরিবারকে আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করলেও তারা কার পরামর্শে এই কাজ করছে আমি জানি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here