মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলোনা কিশোরী সুরাইয়া আক্তারের (১৬)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এসময় শিশুসহ আরও চারজন আহত হয়
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সৈয়দপুর দিনাজপুর বাইপাস সড়কের কয়া মিস্ত্রিপাড়া বসুনিয়াপাড়া মোড়ে ওই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা নিহত তরুণীর সুরাইয়ার বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর দোবাড়িপাড়ায়।
সে ওই এলাকার জামাল হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়,ওই দিন শহরের গোলাহাট ওয়াপদা এলাকার পশ্চিমপাড়ায় একটি বিয়ে অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ব্যটারিচালিত একটি রিক্সাভ্যানে করে বাড়ি ফিরছিল সুমাইয়াসহ তাঁর পরিবারের লোকজন। ওই ভ্যানে ৭/৮ জন যাত্রী ছিল। যাত্রী বোঝাই রিক্সাভ্যানটি বসুনিয়াপাড়া মোড়ে এলে পেছন থেকে দ্রুত বেগে আসা একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিলে ওই ভ্যানের সব যাত্রী এদিক সেদিক ছিটকে পড়ে। এতে সুরাইয়া আক্তার (১৬) তার মা সাবিনা ইয়াছমিন (৪০),ছোট ভাই শাহিন আহমেদ (৭), চাচাতো বোন সুরভী আক্তার (১৫) ও ওয়াপদা এলাকার বাসিন্দা ভ্যানচালক আজাহার আলী (৩৫) আহত হন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করায়। সেখানে সুরাইয়াসহ শিশু শাহিনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়ার আক্তারের মৃত্যু হয়। সৈয়দপুর থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. আতাউর রহমান জানান,
মাইক্রোবাসটি আটক করা হয়েছে।