রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন

0
401

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্থার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক রোজিনা ইসলামের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক। এসময় বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দিয়ে নির্যাতনকারী অতিরিক্ত সচিব জেবুন্নেছাসহ তার সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন, সাংবাদিক মোহাম্মদ আলী, নয়ন, রেজাউল করিম বিপ্লব, উবায়দুল্লা রুমী, কাইয়ূম, জাহিদ হাসান, আর কে রাজু, হাবিব, ইসহাক প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের সামনে “প্রথম আলো বন্ধুসভা” রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here