আগামী ২০ মে হতে ২৪ মে পর্যন্ত বিমানের সৌদিগামী সকল ফ্লাইট স্থগিত।
সৌদি কর্তৃপক্ষ কর্তৃক হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদিআরবগামী সকল ফ্লাইট আগামী ২০ মে হতে ২৪ মে ২০২১ তারিখ পর্যন্ত পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বর্নিত সময়ে ভ্রমণের বুকিংকৃত সকল যাত্রীগনকে তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যেকোনো বিমান অফিসে যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
তাহেরা খন্দকার,
উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ,
বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান কল সেন্টার : 01990997997