সৈয়দপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনউদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইনের শেষ দিনে পথসভা অনুৃষ্ঠিত

0
266

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
করোনা প্রতিরোধে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তিন দিনব্যাপী জনউদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইন আজ বুধবার শেষ হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পেইনের শেষ দিনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য বলেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মো. আহাদ আলী। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার। এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আরমান হোসেন রনি, মেডিক্যাল অফিসার ডা. সারবিনা জাহান, মেডিক্যাল অফিসার ডা. চন্দ্রিমাসহ সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পথসভা চলাকালে সেখানে জনসাধারণের মধ্যে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় সর্তকর্তামূলক বিভিন্ন ম্লোগান লেখা সম্বলিত লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

এর আগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, বর্তমানে প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অব্যাহত রয়েছে। এ মহামারি আমাদের চলমান জীবনকে হুমকির মধ্যে ফেলেছে। তাই বাসাবাড়ির বাইরে গেলে আমাদের প্রত্যেককে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আর এ জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সাধারণ মানুষকে আরো বেশি বেশি সচেতন ও মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করতে জনউদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইনের কর্মসূচি নেয়া হয়। গত সোমবার থেকে শুরু এ ক্যাম্পেইন আজ বুধবার পর্যন্ত চলে।

প্রসঙ্গত, স্বাস্থ্য বিভাগের নিদের্শনায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গত সোমবার থেকে তিন দিনের জনউদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু হয়। এ ক্যাম্পেইন চলাকালে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালন করা হয়। এ সব কর্মসূচির মধ্যে ছিল মাস্ক ও লিফলেট বিতরণ,স্বাস্থ্য সচেতনতামূলক মাইকিং ও পথ সভা প্রভূতি। সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ওই সব কর্মর্সূচি পালন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here