চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে যৌতুকের জন্য পাশবিক নির্যাতনে নুরুন হুজ্জাতুনকে হত্যা এবং সাত মাস বয়সী শিশু নেহাকে মাতৃহারা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের শরিফেরহাট জোড়্গাছ মাটিকাটামোড় সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নির্মম এই ঘটনায় হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী।
বিক্ষোভ সমাবেশে শরিফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ সরকার, নিহত নুরুন এর বাবা আক্তারুজ্জামান বাতেন, মা মুন্নি বেগম, শিক্ষার্থী ফারিদ ইসলাম, কামরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন ।
নিহত নুরুন এর বাবার আর্তনাদ মেয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও এ হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
উল্লেখ্য, গত ১৫.০৫.২১ শনিবার সন্ধ্যা ৬ টায় তার স্বামীর শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করে চিলমারী থানা পুলিশ। এ ঘটনায় শশুর শাশুরিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন চিলমারী মডেল থানা।