পাইকগাছায় চিংড়ির অপদ্রব্য পুশ করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

0
391

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় চিংড়ির অপদ্রব্য পুশ রুখতে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পুশ বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে। এ সব অভিযানে গত এক মাসের ব্যবধানে বিপুল পরিমাণ পুশকৃত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সাথে অর্থদন্ড করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় মঙ্গলবার সকালে উপজেলার তালতলা ও গোয়াল বাথান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য দপ্তর যৌথভাবে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৪ ব্যবসায়ীকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা এবং ১৫ কেজি চিংড়ি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক। পরে জব্দকৃত চিংড়ি বিভিন্ন এতিমখানায় বিতরণ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। পুশ বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ওসি (তদন্ত) স্বপন রায়, কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ দাশ, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও পেশকার প্রতুল জোয়াদ্দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here