মদনে বজ্রপাতে দুই ভাইসহ নিহত তিন , আহত ৫

0
620

মদন (নেত্রকোনা ) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই চাচাতো ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো ৫ জন আহত হয়েছে। আহতদের মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে মূষলধারে বৃষ্টির সময় পৃথকস্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ শরিফ
(১৮), তার চাচাতো ভাই হাফেজ মাওলানা আতাউর রহমান (২৪) ও মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামের মঞ্জিল হকের ছেলে মনির হোসেন (২৭)। আহত হাফেজ পশ্চিম ফতেপুর গ্রামের রবিন, রুমান, হাফেজ মিজানূর রহমান, করুনা আক্তার, সুরমা আক্তারকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনারা জানান, মঙ্গলবার বিকালে পশ্চিম ফতেপুর বাড়ির পিছনে ছাত্ররা ফুটবল খেলা করতে ছিল। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে খেলোয়াড়রা
দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। পশ্চিম ফতেপুর আব্দুল মন্নাফের বাড়ির পেছনে পৌঁছতেই বজ্রপাতে ৫ জন মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় লোকজন দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে হাজেফ শরিফ ও আতাউরকে মৃত ঘোষণা করেন। অপর দিকে একই সময় মাছ ধরতে গিয়ে ঘাটুয়া গ্রামের রবিন আহত হলে হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু ঘটে। ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী ও মাঘান ইউপি চেয়ারম্যান জিএম শামছুল আলম চৌধুরী বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইউএনও বুলবুল আহমেদ জানান, বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। তাদের সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here