খবর ৭১: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সকাল ৮টা ১০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ সদস্যের বহর নিয়ে ঢাকা এসেছে লঙ্কানরা। এয়ারপোর্টেই তাদের করোনা টেস্টের স্যাম্পল নেয়া হয়েছে। আপাতত তারা একটি হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময়ে অনুশীলন করতে পারবেন না কুশল পেরেরা বাহিনী।
তবে, তিন দিনের কোয়ারেন্টাইন শেষে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে তাদের। যদিও বাংলাদেশের পক্ষ থেকে কোনো নেট বোলার দেয়া হবে না অতিথিদের। ২০ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের।