আব্দুল আওয়াল, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মদন উপজেলার বাসিন্দাদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। তিনি মদন উপজেলা পরিষদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি মদন উপজেলাসহ দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘পবিত্র ঈদ-উল- ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল- ফিতর। ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ-উল- ফিতরের আনন্দঘন মুহূর্ত। তাই ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরও বলেন, ‘গতবারের মতো এবারও বিশ্বব্যাপী করোনাভাইরাস সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর উদাযাপিত হবে। আগের মতো হয়তো সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক।’