টিকা না নিয়ে সৌদি গেলে সাতদিনের কোয়ারেন্টিন

0
229

খবর৭১ঃ করোনা টিকা নেওয়া ব্যতীত সৌদি আরবে যেতে চাইলে ৭ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে। আগামী ২০ মে থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাতে জানা যায়, সোমবার (১১ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, যে সমস্ত দেশ থেকে সৌদি আরবে আগমন এখনো নিষিদ্ধ করা হয়নি সে সমস্ত দেশ হতে যদি কেউ সৌদিতে আসে তবে তাকে দেশটিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নির্দেশ আগামী ২০ মে হতে কার্যকর হবে।

অপর এক বিজ্ঞপ্তিতে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে ইতিমধ্যে এই নির্দেশনা সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে এবং সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ও নির্ধারিত হোটেলসমূহের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ হবে সাত দিন এবং অবস্থানের ৭ম দিন নমুনা সংগ্রহের পর রেজাল্ট নেগেটিভ হলেই কোয়ারেন্টিন থেকে ছাড়া পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here