রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সরকারী ভাবে চলতি বোরোধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ১হাজার ৭শত ৪২ মেট্রিক টন ধান এবং এক হাজার পাঁচশত ৯৮মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে জানা গেছে।মঙ্গলবার দুপুরে সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার কানিজ ফাতেমা লিজা সভাপতিত্বে ধান সংগ্রহের শুভ উদ্বোধন জেলা সভাপতি ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল হাই এমপি বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন শিকদার শেফালী বেগম। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, ওসি এল এসডি রাশেদ আল রিপনসহ প্রমুখ এবার বোরো মৌসূমে ১ হাজার ৭শত ৪২ মেট্রিকটন ধান ও ১ হাজার ৫শত ৯৮ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া। এ সংগ্রহ অভিযান ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।