বিরামপুরে ত্রাণ বিতরণ

0
308

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর ) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, কুলি, শ্রমিক, দিন মজুর, দুস্থ্য অসহায়, ভাসমানদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এমপি মোঃ শিবলী সাদিক।

বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ্য কুলি, শ্রমিক, দিন মজুর, দুস্থ্য অসহায়, ভাসমানদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মস্থান কর্মসচির আওতায় ৮জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।

এছাড়াও পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র টাকা বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।

প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নিজ তহবিল থেকে দেওয়া করোনায় ক্ষতিগ্রস্থ্য গরীব, কুলি, শ্রমিক, দিন মজুর, দুস্থ্য অসহায়, ভাসমানদের ত্রাণ এবং ভিজিএফ নগত অর্থ যেনো কোন সচল বা বৃত্তবানকে দেওয়া না হয়। সেই বিষয়ে ও সর্তক থাকার নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) কাওছার আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান ও সাংবাদিক বৃন্দু প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here