ভারত-পাকিস্তানের ফ্লাইটে নিষেধাজ্ঞা কানাডার

0
296

খবর৭১ঃ ভারত থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কানাডা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাশাপাশি বৃহস্পতিবার থেকে পাকিস্তানের সব ফ্লাইটও স্থগিত ঘোষণা করেছে কানাডা সরকার। আগামী ৩০ দিনের জন্য এসব দেশে থেকে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

সোমবার কানাডার পরিবহণমন্ত্রী ওমর আলগাবরা এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এসব দেশে থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারত ও পাকিস্তান থেকে বিমানে আসা যাত্রীদের বেশি কোভিড-১৯ শনাক্ত হচ্ছে। আমি পাকিস্তান ও ভারত থেকে আসা সব ধরনের বাণিজ্যিক ও ব্যক্তিগত যাত্রীবাহী ফ্লাইট কানাডায় আসা স্থগিত ঘোষণা করছি আগামী ৩০ দিনের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here