সুন্দরগঞ্জে আনন্দ গ্রুপের ঈদ উপহার প্রদান

0
469

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৫ হাজার পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করেছে ঢাকাস্থ আনন্দ গ্রুপ।
শনিবার সকালে উপজেলার উত্তর সাহাবাজ গ্রামের মহরহুম মঞ্জুরুল ইসলাম লিটনের বাসভবনে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সংশ্লিষ্ট পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য ঈদ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ। আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারীর পক্ষে এসব ঈদ উপহার ছাড়াও ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিফ মন্ডল, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক আহসান আজিজ সরদার মিন্টু, রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলসহ সকল ইউনিয়ন ও পৌর আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে ঢাকাস্থ আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী উপস্থিত হতে না পারলেও আনন্দ গ্রুপের কর্মকতা-কর্মচারীগণের মাধ্যমে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার জন্য প্রতিবারের ন্যায় এবারেও ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ি, লুঙ্গি, হুইল চেয়ার প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here