সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বজ্রাঘাতে মােঃ আব্দুল বারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মােঃ আব্দুল বারী উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।
মঙ্গলবার (০৪ মে )সকালে উপজেলার দেখার হাওরে ঘটনাটি ঘটে।
নিহতের বড় ভাই মােঃ হােছন আলী ও স্থানীয় এলাকাবাসী জানান,মঙ্গলবার (৪ মে) সকাল ৮ ঘটিকার সময় দেখার হাওরে গরু চড়াইতে যায়। সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় বড় ঝড় ও বৃষ্টি আসলে মােঃ আব্দুল বারী হাওরে অবস্থান করাকালীন সময়ে প্রচন্ড বজ্রপাতের কবলে পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের লােকজন সহ নিকট আত্নীয়রা বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য লিখিত ভাবে আবেদন করায় ও উর্ধবতণ কর্তৃপক্ষের সাথে আলােচনাক্রমে নিহতের বড়ভাই মােঃ হােছন আলীর নিকট মৃত মােঃ আব্দুল বারী (৫০) এর লাশ হস্তান্তর করা হয়েছে। দোয়ারাবাজার থানার অপমৃত্যু মামলা নং ০৫/২০২১ইং।