করোনায় একদিনে ৯ হাজার ৯৬০ জনের মৃত্যু, আক্রান্ত ৬ লাখ ৮০ হাজার

0
320

খবর৭১ঃ
করোনাভাইরাসে একদিনে বিশ্বে নতুন করে ৯ হাজার ৯৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮০ হাজার ১৬০ জনের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ লাখ ১৬ হাজার ২১৪ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৩৪ লাখ ৮১ হাজার ৬১৩ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৮৩০ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯১ হাজার ৬২ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ৪৪১ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭১৫ জন। মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৪৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৯১০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ৭৭৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here