পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

0
434

খবর৭১ঃ খাগড়াছড়ির পানছড়িতে বাঁধের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন ভাইবোন।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো গুম্বাতি ত্রিপুরা, আব্রাহাম ত্রিপুরা ও প্রান্তি ত্রিপুরা। তাদের মধ্যে আব্রাহাম ও গুম্বাতি ভাইবোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল আলম।

জানা যায়, সকালে তিন শিশু বাঁধের পানিতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় একে একে তিনজন পানিতে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। এক পর্যায়ে পানিতে তাদের দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই এলাকায় তিন শিশুর এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here