খবর৭১ঃ হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজাহারকে র্যাব আটক করেছে বলে দাবি করেছেন তার ব্যক্তিগত সহকারী। তবে র্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত বারোটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে র্যাব তাকে আটক করে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।
এ ছাড়া হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে হারুন ইজাহারকে আটকের বিষয়টি তুলে ধরেন।
গত ২৬ শে মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দশটি মামলা হয়। এতে প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হন প্রায় ৪০ জন নেতা কর্মী।