খবর ৭১: সিঙ্গাপুরে সম্প্রতি প্রকাশিত হওয়া বাংলাদেশি প্রবাসী কর্মী মোঃ শরীফ উদ্দীনের লেখা “স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড” বইটি ইতিমধ্যে দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় সিঙ্গাপুরে প্রায় সবগুলো বইয়ের দোকানে এখন বইটি পাওয়া যাচ্ছে।
সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনুকুনিয়া বুক স্টোরে গত সপ্তাহের সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকা প্রকাশ করা হয়। সেখানে মোঃ শরীফ উদ্দিনের লেখা “স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড” বইটি দ্বিতীয় স্থানে দেখা যায়। আশা করা যায় বইটি এ বছরের সেরা বিক্রীর তালিকায় উঠে আসবে। সেখানকার অনেক কবি সাহিত্যকরা ইতিমধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে তাদের ওয়ালে ভূয়সী প্রসংশা করছেন।
কোভিড-১৯ এ লকডাউন থাকাকালীন অবস্থায় সিঙ্গাপুরে প্রবাসী কর্মীরা পরিবার পরিজন ছেড়ে কিভাবে সময় কাটিয়েছে? তাদের অর্থনৈতিক কিংবা মানষিক অবস্থা কেমন ছিলো? সে দেশের সরকার কি ধরনের সুযোগ সুবিধা শ্রমিকদের প্রদান করেছে? দৈনন্দিন জীবনে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে এইসব বিষয়গুলো লেখক তার লেখায় তুলে ধরেছেন।
উল্লেখ্য, সিঙ্গাপুরে ২০১৮ সালে লেখক তার প্রথম প্রকাশিত বই “স্ট্রেন্জার টু মাইসেল্ফ” বইয়ের জন্য নন ফিকশন ক্যাটাগরীতে সেরা বইয়ের পুরষ্কার জিতে নেন।