খবর৭১ঃ করোনা মহামারিতে বিপর্যস্ত গোটা ভারত। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড করছে দেশটি। এমন পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত করোনা টিকার প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া তাদের তৈরি ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর দাম কমানোর ঘোষণা দিয়েছে।
ভারতীয় রাজ্যগুলো এখন আগের তুলনায় ১০০ রুপি কমে এই টিকা কিনতে পারবে। তবে ভারতের বেসরকারি হাসপাতাল ও বিদেশে রফতানির ক্ষেত্রে দাম কমানো হবে কি না তা জানানো হয়নি।
বুধবার বিকালে সেরামের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনেওয়ালা এক টুইটে বলেন, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার পক্ষ থেকে জনহিতকর কারণে আমি ডোজপ্রতি (কোভিশিল্ডের দাম) ৪০০ রুপি থেকে কমিয়ে ৩০০ রুপি করছি, যা এখন থেকেই কার্যকর হবে।
এক সপ্তাহ আগে সেরাম ভারতের রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলোর জন্য টিকার মূল্য নির্ধারণ করে দেয়। কিন্তু কোভিশিল্ড টিকার দাম অনেক বেশি বলে অভিযোগ করেন বিভিন্ন রাজ্যের সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ। তারপর এলে এই সিদ্ধান্ত।