খবর ৭১: এবার করোনায় আক্রান্ত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন আল্লু।
বুধবার দুপুরে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা জানান, তিনি কোভিড পজিটিভ। বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছেন। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন।
শুধু তাই নয়, ইতিমধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা টেস্ট করার অনুরোধ করেন তিনি।
ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভালো আছেন। পাশাপাশি তিনি আরো বলেন, ‘বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ এলে ভ্যাকসিন নিয়ে নিন’।
তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৮ বছর ধরে কাজ করছেন আল্লু অর্জুন। আরিয়া, আরিয়া ২, বারুদু ও জুলাই সহ বেশকিছু বক্স অফিস হিট ছবি রয়েছে তার ঝুলিতে। তার অভিনীত মুক্তি পাওয়া শেষ ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল।
মুুক্তির প্রতীক্ষায় আছে বহুল আলোচিত ছবি ‘পুষ্পা’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মন্দানা। এই ছবির মাধ্যমে প্রথমবার আল্লুর মুখোমুখি হতে দেখা যাবে মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিলকে।