আক্রান্ত প্রায় ১৫ কোটি, মৃত সাড়ে ৩১ লাখ ছুঁই ছুঁই

0
545

খবর৭১ঃ করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩১ লাখের কাছাকাছি।

একদিনে বিশ্বে নতুন করে ১৪ হাজার ৮২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৮২২ জনের শরীরে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৫১১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯‌১ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন। মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৫৪১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here