ভার্চুয়াল আদালতে ১১ দিনে ২০ হাজার আসামির জামিন

0
528

খবর৭১ঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের ভার্চুয়াল আদালতগুলোতে ১১ কার্যদিবসে ৩৬ হাজার ২৪০টি মামলায় শুনানি শেষে ২০ হাজার ৩৯ জন আসামি জামিন পেয়েছেন। তারা সবাই কারামুক্ত হয়েছেন।

বুধবার বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

এদিকে গতকাল ২৭ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭২৮টি জামিনের আবেদন নিষ্পত্তি হয়। ১ হাজার ৩৯৫ জন আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। আর শিশু আদালতে ১১ কার্যদিবসে জামিন হয়েছে ২৪৬ শিশুর।

করোনা পরিস্থিতি মোকাবেলা গত ৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে আদালত বসানোর সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি কোর্ট ও হাইকোর্ট বিভাগের ৬টি বেঞ্চ ভার্চুয়ালি মামলার শুনানি করছে। সারাদেশের মহানগর জেলা পর্যায়ের আদালতগুলোতে সার্বক্ষণিক একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here