ভ্যাকসিনের ৬০ শতাংশই পেয়েছে গুজরাট, বাকিদের মাত্র ১৫ শতাংশ’

0
257

খবর৭১ঃ ভারতের মোট ভ্যাকসিনের ৬০ শতাংশ পেয়েছে গুজরাট। বাকিরা পেয়েছে মাত্র ১৫ শতাংশ। গুজরাটে ক্ষমতাসীন বিজেপির পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

শুক্রবার দুর্গাপুরে এক ভার্চুয়াল জনসভায় এমন অভিযোগ করেছেন দেশটির তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

মমতার অভিযোগ, ‘মোট ভ্যাকসিনের ৬০ শতাংশ পেয়েছে গুজরাট। বাকিরা পেয়েছে মাত্র ১৫ শতাংশ। গুজরাটে পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের কাছে অক্সিজেনের ২০,০০০ সিলিন্ডার মজুত রয়েছে। শিল্পের জন্য উৎপাদিত অক্সিজেনের পুরোটা আমরা স্বাস্থ্যে নিয়ে নিয়েছি।’ মমতার অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চায়। তাই অক্সিজেন দিচ্ছে না। পশ্চিমবঙ্গের অক্সিজেন উত্তর প্রদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

মমতা বলেন, কেন্দ্রের অবহেলার জন্যই আজ দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৭ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন, করোনা বিদায়ের পথে। তাদের কাছে কি কোনও খবর ছিল না? ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালেই সমস্ত দেশকে অক্সিজেনের ভাণ্ডার মজুত রাখতে বলেছিল।

তৃণমূলনেত্রী বলেন, ‘লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে সংসদ ভবন আর মূর্তি বানাচ্ছে। আর মানুষকে ভ্যাকসিন দিতে কেন্দ্রীয় সরকার ২০ হাজার কোটি টাকা খরচ করতে পারছেন না।’

সভায় ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here