বাগেরহাটে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মাস্ক বিতরণ

0
331

স্টাফ রিপোটার,বাগেরহাট
করোনা সংক্রোমন প্রতিরোধে বাগেরহাট সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কাপড়ের তৈরি উন্নত মানের মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মাস্ক বিতরণ করা হয়। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন, করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকে সংক্রোমন প্রতিরোধে বাগেরহাট সদর উপজেলা পরিষদ বিভিন্ন পদপেক্ষ গ্রহন করেছে। জনগণকে সচেতন করার জন্য মাইকিং ও মাস্ক বিতরণ করেছি আমরা। এরই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে ৪ হাজার উন্নত মানের কাপড়ের মাস্ক বিতরণ করা হয়েছে। এই মাস্ক গুলো পরিস্কার করে একাধিকবার ব্যবহার করা যাবে। আমাদের এই ধরণের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here