শুরুতেই ওপেনিং ব্যাটসম্যান সাইফকে হারিয়েছে বাংলাদেশ

0
239

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। স্কোরবোর্ডে মাত্র ৮ রান উঠতেই সাইফ হাসান ফিরে গেছেন আউট হয়ে।

বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন সাইফ। ফিরেছেন ‘শূন্য’ নিয়েই। ফার্নান্দোর এলবির আবেদনে প্রথমে সারা দেননি আম্পায়ার। এরপর একটু ভেবেই অধিনায়ক দিমুথ করুনারত্নে রিভিউ করার সিদ্ধান্ত নেন। ফার্নান্দোর লেংথ বল সোজা সাইফের সামনের প্যাডে আঘাত করেছিল। প্রশ্ন ছিল বলটি লেগ স্টাম্পে লাগবে নাকি বেরিয়ে যাবে। রিভিউতে দেখা যায় বলটি সোজা স্টাম্পেই হিট করত। এ নিয়ে টেস্টে তৃতীয় বারের মতো শূন্য রানে আউট হলেন সাইফ।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪১। তামিম ৩০ রানে অপরাজিত আছেন। সাইফের বিদায়ের পর উইকেটে এসে ১০ রান করেছেন নাজমুল হোসেন।

ক্যান্ডির পাল্লেকেলের উইকেটে যথেষ্ট ঘাস আছে। সে জন্যই তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রয়েছেন দুই স্পিনারও। গতি আক্রমণে আজ বাংলাদেশ দল ভরসা রাখছে তাসিকন আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেনের ওপর। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ঘূর্ণি আক্রমণটা সামলাবেন। পাঁচ বোলার নিয়ে বাংলাদেশ এ টেস্টে খেলতে নামছে ইতিবাচক মানসিকতা নিয়েই। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলছেন সাইফ হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here