ভার্চুয়াল আদালতে ১২ হাজার ২৫৮ আসামির জামিন

0
232

খবর৭১ঃ ভার্চুয়াল আদালতের ৬ষ্ঠ কার্যদিবসে ২০ হাজার ৯৫৩টি মামলায় ১২ হাজার ২৫৮ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। বুধবার সকালে বিষয়টি দৈনিক ঢাকা টাইমসকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পোশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

তিনি বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৬ষ্ঠ কার্যদিবসে ২০ হাজার ৯৫৩ টি মামলার শুনানি করা হয়েছে। শুনানি শেষে ১২ হাজার ২৫৮ জন আসামি জামিন দিয়েছেন বিচারিক আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল সীমিত পরিসরে কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়ালি ৪ বেঞ্চ সপ্তাহে তিন দিন আপিল বিভাগ খোলার রাখার সিদ্ধান্ত জানানো হয়। আর সারাদেশের মহানগর ও জেলা আদালতগুলোতে ১টি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here