ঢাকা-চীন ফ্লাইট চালানোর অনুমতি

0
260

খবর৭১ঃ লকডাউনের মধ্যে ৫ দেশে প্রবাসী কর্মীদের পৌঁছে দিতে ফ্লাইট চালু করেছে সরকার। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে চীন। দেশটির দুটি এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশের এয়ারলাইন্সগুলো চীনে ফ্লাইট পরিচালনা করবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাদার্ন এয়ারলাইন্স ‘বিশেষ বিবেচনায়’ঢাকা-চীন ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো তাদের যথাযথভাবে মেনে চলতে হবে।

তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক উন্নয়ন প্রকল্পে চীনের নাগরিকরা কাজ করছেন। সেটা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য ফ্লাইট চালাতে অনুমতি দেওয়া হয়। চীন যুক্ত হওয়ায় বাংলাদেশ থেকে এখন ছয়টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here