ইসরাইলের অনুদান বন্ধ করার আহ্বান

0
303

খবর৭১ঃ

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা না থামালে ইসরাইলের অনুদান বন্ধ করার আহ্বান জানালেন মার্কিন কংগ্রেসওম্যান বেটি ম্যাককুলাম।

মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের এ নেত্রী দীর্ঘদিন ধরেই ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সরব। খবর আরব নিউজ।

পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে মার্কিন পার্লামেন্টে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে বিল উত্থাপনেরও ঘোষণা দিয়েছেন ম্যাককুলাম।

ডেমোক্র্যাট দলের এ নেত্রী বলেন, সময় এসেছে ইসরাইলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে কথা বলার, তাদের রুখে দাঁড়াবার।

প্রথম পদক্ষেপ হিসাবে তিনি ইসরাইলকে দেওয়া মার্কিন অনুদান বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন। তিনি বলেন, মার্কিন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে দিতে পারি না ইসরাইলকে।

তাই তাদের অনুদান দেওয়ার আগে শর্তারোপ করতে হবে ভবিষ্যতে যাতে কখনো মানবাধিকার লঙ্ঘন না করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএস এইডের মাধ্যমে ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার অনুদান দিয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here