খবর ৭১: পাবনার ঈশ্বরদী উপজেলায় কলাবোঝাই একটি ট্রাক উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহপুর ইউনিয়নের হুদিপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের ফয়েজ আলী প্রামাণিকের ছেলে আব্দুল জব্বার হোসেন, আবুল কাশেম আলী শাহের ছেলে মতিয়ার রহমান এবং শুকুর আলী। শুকুরের বাড়ি জয়পুরহাট জেলায়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার হুদিপাড়া এলাকা থেকে ট্রাকে কলা সাজিয়ে নওগাঁ ও জয়পুরহাটে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যাপারী। তাদের সঙ্গে কয়েকজন শ্রমিকও ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ট্রাকটি চরগড়গড়ি এলাকায় আসলে বাঁধের রাস্তা খারাপ হওয়ার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের মধ্যে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা কলার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হনে পাঁচজন। আহতদের ঈশ্বরদী ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।