সাংবাদিক জুবায়ের খুকুকে প্রাণনাশের হুমকি: ডিআরইউ’র নিন্দা

0
252

খবর ৭১: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোঃ জসিম উদ্দিন জুবায়ের খুকুকে (জে ইউ জুবায়ের) প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ রোববার (১৮ এপ্রিল, ২০২১) এক বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

গত ১৬ এপ্রিল জুবায়ের খুকু এ বিষয়ে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন (জিডি নং-৬২৮)।

এতে তিনি উল্লেখ করেন, চাকরীর কারণে তিনি ও তার পরিবার ঢাকা ও কুমিল্লায় বসবাস করছেন। পূর্বের বিরোধের জের ধরে বিবাদী সোহেল আহম্মদ তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতেন।

গত ১৬ এপ্রিল বিবাদী তার মোবাইলে তাকে গুলি করে হত্যা করার পাশাপাশি তাদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছেন। তিনি এখন পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here