সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করলেন এরদোগান

0
270

খবর ৭১: ফার্স্ট লেডি আমিনা এরদোগানসহ রাজধানী আঙ্কারায় সাধারণ এক নাগরিকের বাড়িতে দাওয়াতে গিয়ে ইফতারে শরীক হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার তুরস্কে রমজানের দ্বিতীয় দিনে আঙ্কারার মামাক জেলায় ওই সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করেন তিনি।

ইফতারের আগে প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান তিন সন্তানের ওই পরিবারের দাওয়াতে তাদের বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন। পরে ইফতারের সময় হলে পরিবারের সদস্যদের সাথে মেঝেতে বসে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি ইফতার গ্রহণ করেন।

ইফতার শেষে পরিবারটির সদস্যদের সাথে চা পান করতে করতে তাদের সাথে আলাপ করেন প্রেসিডেন্ট এরদোগান। এই সময় পরিবারটির তিন শিশুকে শিক্ষা সহায়ক ট্যাবলেট কম্পিউটার উপহার দেন তিনি।

সূত্র : হাবের তুর্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here